High Court

High Court: মমতার বিমান বিভ্রাট নিয়ে এক মাসের মধ্যে হলফনামা দিতে কেন্দ্রকে নির্দেশ হাই কোর্টের

আইনজীবী বিপ্লব রায়চৌধুরী কলকাতা হাই কোর্টে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। আবেদনে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তদন্ত করলেও পৃথক ভাবে এই ঘটনার তদন্ত করা উচিত। তিনি বলেন এই ঘটনা নতুন নয়। ২০১৬ সালেও মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হয়েছিল। কেন বার বার এমন ঘটনা হচ্ছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২২ ১২:৩৬
Share:

গ্রাফিক: সনৎ সিংহ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট নিয়ে এক জনস্বার্থ মামলায় কেন্দ্রের হলফনামা তলব করল কলকাতা হাই কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে আদালত জানিয়েছে, এক মাসের মধ্যে হলফনামা জমা দিতে হবে কেন্দ্রকে।

আইনজীবী বিপ্লব রায়চৌধুরী কলকাতা হাই কোর্টে মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। আবেদনে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ তদন্ত করলেও পৃথক ভাবে এই ঘটনার তদন্ত করা উচিত। তিনি বলেন এই ঘটনা নতুন নয়। ২০১৬ সালেও মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট হয়েছিল। কেন বার বার এমন ঘটনা হচ্ছে, তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

Advertisement

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আইনজীবী বিপ্লব রায়চৌধুরীকে হলফনামা দিয়ে বিষয়টি জানাতে বলেন। তিনি হলফনামা জমা দেওয়ার পর শুনানিতে বে়ঞ্চ বলে কেন্দ্রকে এর জবাবী হলফনামা জমা দিতে হবে। আগামী এক মাসের মধ্যে এই হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশ ভোটের আগে বারাণসীতে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে যান মুখ্যমন্ত্রী। ফেরার সময় দমদম বিমানবন্দরে অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনির হয়। দুলতে দুলতে ১০০ মিটার নীচে নেমে আসে বিমানটি। ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয় খারাপ আবহাওয়ার জন্য বিমানটিকে নীচে নামানো হয়েছিল। আগামী ২৪ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement