কাতার এয়ারওয়েজ জানাচ্ছে, প্রযুক্তিগত সমস্যার কারণে রাস্তা বদল হয়েছে। হঠাৎ রাস্তা বদলে সেটিকে করাচির দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। প্রতীকী ছবি।
যাওয়ার কথা ছিল দিল্লি থেকে দোহা। কিন্তু প্রায় ১০০ যাত্রীকে নিয়ে সেই বিমান চলে গেল পাকিস্তানের করাচি! কাতার এয়ারওয়েজের একটি উড়ানের এমন কাণ্ডে শোরগোল। যদিও বিমান সংস্থার সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এই পথবদল।
জানা গিয়েছে, কিউআর ফাইভ সেভেন নাইন বিমানটি দিল্লি থেকে যাত্রা শুরু করে। বিমানে ছিলেন ১০০ জনের বেশি যাত্রী। হঠাৎ রাস্তা বদলে সেটিকে করাচির দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে সংস্থাটি জানিয়েছে, যাত্রীরা নিরাপদেই রয়েছেন।