এবিভিপি-র বিক্ষোভে বন্ধ পথ, ভোগান্তি পড়ুয়াদের

লালবাজারের অবশ্য দাবি, সোমবার আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ওই বিক্ষোভের জেরে ট্র্যাফিক পুলিশ গাড়ির রুট বদলে অবস্থা সামাল দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০২:৫৭
Share:

মুখোমুখি: এবিভিপি-র বিক্ষোভের জেরে বন্ধ রাস্তা। ভোগান্তির মুখে পড়ে পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছে স্কুলফেরত পড়ুয়ারা। সোমবার, সেলিমপুরে। ছবি: বিশ্বনাথ বণিক

রাজনৈতিক ছাত্র সংগঠনের বিক্ষোভের জেরে বন্ধ ছিল রাস্তা। তাতে সাধারণ মানুষের সঙ্গে বিপাকে পড়ল যাদবপুর থানা সংলগ্ন একটি বেসরকারি স্কুলের পড়ুয়ারাও। এমনকি পুলিশ যেখানে ব্যারিকেড দিয়েছিল, সেই এলাকারই যোধপুর পার্কে রয়েছে একটি বেসরকারি হাসপাতাল ও গোটা দুই নার্সিংহোম। সেখানে আসতে গিয়েও প্রবল ভোগান্তির মধ্যে পড়তে হয় রোগী ও তাঁদের পরিজনেদের।

Advertisement

লালবাজারের অবশ্য দাবি, সোমবার আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ওই বিক্ষোভের জেরে ট্র্যাফিক পুলিশ গাড়ির রুট বদলে অবস্থা সামাল দিয়েছে। ফলে যাদবপুর এবং লেক গার্ডেন্স ছাড়া কোথাও তেমন যানজট হয়নি। একই সঙ্গে ওই স্কুলের পড়ুয়াদের বাস যাদবপুর থানার সামনে দাঁড় করিয়ে তাদের নিরাপদে বাসে উঠতে সাহায্য করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, গত বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরে বিক্ষোভ এবং পড়ুয়াদের একাংশ তাঁকে আটকে রাখার ঘটনায় এ দিন যাদবপুর অভিযানের ডাক দিয়েছিল এবিভিপি। গড়িয়াহাট রোড (দক্ষিণ)-এ যোধপুর পার্কের কাছে পুলিশ মিছিল আটকে দিলে সেখানেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এর ফলে গোলপার্ক এবং যাদবপুর থানার মধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। লালবাজার জানিয়েছে, যাদবপুর থানার দিকে যাওয়া গাড়িগুলিকে সাদার্ন অ্যাভিনিউ হয়ে লেক গার্ডেন্স উড়ালপুল দিয়ে পাঠানো হয়। কিছু গাড়িকে গড়িয়াহাট মোড় থেকে বিজন সেতু হয়ে পাঠানো হয় ইএম বাইপাসের দিকে। অন্য দিকে, যাদবপুর থেকে ঢাকুরিয়ার দিকে যাওয়া গাড়িগুলিকে যাদবপুর থানার মোড় থেকে প্রিন্স আনোয়ার শাহ রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। এক সময়ে অবস্থা সামাল দিতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয় প্রিন্স আনোয়ার শাহ রোড কানেক্টর এবং গড়িয়াহাট উড়ালপুলে।

Advertisement

ইতিমধ্যে বিক্ষোভ চলাকালীন ছুটি হয় সেলিমপুরের ওই বেসরকারি স্কুলের। কিন্তু রাস্তা বন্ধ থাকায় পড়ুয়াদের বাস স্কুলের সামনে যেতে পারেনি। পরে পুলিশকর্মীরা পড়ুয়াদের নিরাপদে থানার সামনে নিয়ে এসে বাসে তুলে দেওয়ার ব্যবস্থা করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement