—প্রতীকী চিত্র
১২ বছর আগে মাওবাদীদের লুঠ করা অস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ২০০৯ সালে পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল থানা আক্রমণ করে মাওবাদীরারা। অপহরণ করে নিয়ে যাওয়া হয় ওই থানার ওসি অতীন্দ্রনাথ দত্তকে। থানার অস্ত্রাগারও লুঠ করা হয় সেই সময়। এক যুগ পর উদ্ধার হল ওই থানা থেকে লুঠ হয়ে যাওয়া একটি রিভলভার।
ঝাড়গ্রামের লালগড় থেকে সাঁকরাইল থানার ওই রিভলভারটি পাওয়া গিয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিঠুন হেমব্রম নামে এক যুবককে গ্রেফতার করেছে লালগড় থানার পুলিশ। সূত্র মারফৎ খবর পেয়ে পুলিশ তল্লাশি চালায় বলে খবর। তবে ১২ বছর আগে লুঠ হওয়া অস্ত্র মিঠুনের কাছে কী ভাবে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।