অনুজ শর্মা।
নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করতে চাইছে কলকাতা পুলিশ। দিনেরবেলায় তো বটেই, রাতেও নজরদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে কলকাতার থানাগুলিকে। কোনও অভিযোগ এলে, এলাকা না দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ রয়েছে। শহরবাসীর নিরাপত্তায় বিশেষ নজর দিতে বলেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। লালবাজার সূত্রে এমনটাই জানা গিয়েছে।
এক দিকে যেমন পুলিশি নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না তারা, তেমনই শহরবাসীকে সতর্ক হওয়ার আর্জিও জানিয়েছে লালবাজার। কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা সংস্থাকে বাড়িভাড়া দিলে নিরাপত্তার কারণে সংশ্লিষ্ট থানায় লিখিত ভাবে জানাতে হবে। শহরে দুষ্কৃতী অথবা জঙ্গি কার্যকলাপ রোধে শহরবাসীকে আরও সতর্ক হওয়ার আর্জি জানানো হয়েছে। পুলিশ কমিশনার এ বিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছেন।
প্রতারকরা ফাঁদ পাতছে অনলাইনে। সে কারণে সাইবার ক্যাফেগুলিকেও সতর্ক করা হচ্ছে। যাঁরা সাইবার ক্যাফেতে আসছেন, তাঁদের পরিচয়পত্র, নাম, ঠিকানা সবই নথিবদ্ধ করার নির্দেশ রয়েছে। এ সব যাতে মানা হয়, সে বিষয়ে জোর দিতে বলেছে পুলিশ। প্রয়োজনে তাদের রেজিস্টার বুক যে কোনও সময়ে খতিয়ে দেখতে পারেন পুলিশ আধিকারিকেরা। পাশাপাশি কলকাতা জুড়ে সিসি ক্যামেরা লাগানোর উপরেও জোর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: কোভিড-পরবর্তী চিকিৎসায় ক্লিনিক মেডিক্যালেও
আরও পড়ুন: সব স্বাভাবিক হলেও বিমানে নিষেধাজ্ঞা কেন, বাড়ছে ক্ষোভ