Masaba Gupta

প্রকাশ্যে মাসাবার মেয়ের নাম, নবজাতিকাকে কী বলে ডাকবেন নীনা-কন্যা?

এই নামের অর্থ কী? এর সঙ্গে কি কোনও যোগ রয়েছে তারাপীঠের মা তারার? উত্তর প্রায় দিয়েই দিয়েছেন মাসাবা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৪:৫৯
Share:

মেয়ের পাশে হাত রেখে মাসাবা গুপ্ত। ছবি: সংগৃহীত।

ফ্যাশন কথা বলে তাঁর হাতের কাজে। নিজের পোশাক, গয়নার ক্ষেত্রেও সব সময় কাজ করে বিশেষ ভাবনা। সোমবার দুপুরে মাসাবা গুপ্ত সমাজমাধ্যমে তেমনই একটি গয়নার ছবি ভাগ করে নিলেন। স্বর্ণ কঙ্কনে খচিত হীরক। আর রোমান হরফে লেখা একটি নাম— ‘মাতারা’। কঙ্কন পরা মায়ের হাতের পাশেই ছোট্ট একটি নরম হাত— মাসাবার মেয়ের। আসলে মেয়ের নাম লেখা গয়নাই হাতে পরেছেন পোশাকশিল্পী। খুবই অভিনব উপায়ে অনুরাগীদের জানিয়েছেন কী নাম রেখেছেন মেয়ের।

Advertisement

সমাজমাধ্যমে এ ছবি দেখেই প্রশ্ন জেগেছে, এই নামের অর্থ কী। এর সঙ্গে কি কোনও যোগ রয়েছে তারাপীঠের মা তারার? উত্তর প্রায় দিয়েই দিয়েছেন মাসাবা। ইনস্টাগ্রামে এই ছবি ভাগ করে তিনি লিখেছেন, “আমার মাতারার সঙ্গে তিনটি মাস কাটিয়ে ফেললাম। এই নামের মধ্যেই মূর্ত হয় হিন্দু ধর্মের ন’জন দেবীর পবিত্র নারীশক্তি, পরাক্রম, জ্ঞান। আর আমাদের চোখের মণিও।”

অনুরাগীদের মন কেড়েছে মাসাবার মেয়ের নাম এবং তা প্রকাশের এই অভিনব ভঙ্গি। মাসাবার মা নীনা গুপ্ত বলিউডে প্রতিষ্ঠিত অভিনেত্রী। কেরিয়ারের মধ্যগগনেই তিনি একাকী মা হিসাবে মানুষ করেছেন মেয়েকে। মাসাবা নিজেও বলিউডে নিজের জায়গা পাকা করেছেন পোশাকশিল্পী হিসাবে, অভিনেত্রী হিসাবে। তৃতীয় প্রজন্মের নামের মধ্যে সেই নারীশক্তির প্রকাশই দেখা গিয়েছে, আর তা-ই মন কেড়েছে অনুরাগীদের।

Advertisement

গত ১১ অক্টোবর কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন মাসাবা। ২০২৩ সালের জানুয়ারি মাসে সত্যদীপ মিশ্রকে বিয়ে করেছিলেন মাসাবা। গত এপ্রিলে ঘোষণা করেছিলেন আসন্ন সন্তানের কথা। ১২ অক্টোবর সমাজমাধ্যমে সত্যদীপ ও মাসাবা ঘোষণা করেছিলেন, “আমাদের মেয়ে বিশেষ দিনে এসেছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement