Road Accident

পথ দুর্ঘটনায় মৃত কনস্টেবল

সোমবার ভোরে ডায়মন্ড হারবার রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক কনস্টেবলের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রদীপ মুখোপাধ্যায় (৩৮)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২২ ০৮:২৭
Share:

প্রদীপ মুখোপাধ্যায় ছবি সংগৃহীত

ডিউটি সেরে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। কিন্তু কাছাকাছি এসেও ফেরা হল না। সোমবার ভোরে ডায়মন্ড হারবার রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক কনস্টেবলের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রদীপ মুখোপাধ্যায় (৩৮)। তাঁর বাড়ি ঠাকুরপুকুর থানার বাছারপাড়া সারদা পার্ক এলাকায়। তিনি কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখায় কর্মরত ছিলেন।

Advertisement

পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে তিনটে নাগাদ ডায়মন্ড হারবার রোডে ৩এ বাসস্ট্যান্ডের কাছে ওই দুর্ঘটনা ঘটে। বাসস্ট্যান্ড থেকে বাছারপাড়ার দিকে যাওয়ার সময়ে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী গাড়ির পিছনে ধাক্কা মারলে মোটরবাইক-সহ রাস্তায় পড়ে যান প্রদীপ। তাঁর কপালের নীচে আঘাত লাগে। রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঠাকুরপুকুর থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

প্রদীপের বাড়িতে তাঁর বাবা, মা, দাদা ছাড়াও রয়েছে একমাত্র সন্তান প্রিয়ম। সে চতুর্থ শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যেরা জানান, সাধারণত রাত ১২-১টার মধ্যেই প্রদীপ বাড়ি ফিরে আসতেন। তবে রবিবার রাতে ফিরতে দেরি হত। বাড়িতে প্রদীপের বাবা গণপতি মুখোপাধ্যায় কথা বলার মতো অবস্থায় ছিলেন না। মা বেলা মুখোপাধ্যায় কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘‘প্রদীপকে সকলে ভালবাসত। এমন পরিণতি মেনে নিতে পারছি না।’’ দুর্ঘটনার সময়ে প্রদীপ হেলমেট পরে ছিলেন বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যদের একাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement