Surrogate Mother

গ্রেফতার গর্ভদাত্রী মা, পুলিশি হেফাজত

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৯
Share:

প্রতীকী ছবি।

এক গর্ভদাত্রী মা (সারোগেট মাদার)-কে গ্রেফতার করল পুলিশ।

Advertisement

তদন্তকারীরা জানান, রাসবিহারী এলাকার বাসিন্দা এক নিঃসন্তান দম্পতি কয়েক মাস আগে নিউ আলিপুর থানায় ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। দম্পতি জানান, নিউ আলিপুর এলাকার একটি ক্লিনিকের এক চিকিৎসকের মাধ্যমে ধৃতের সঙ্গে কয়েক লক্ষ টাকার চুক্তি করেন তাঁরা।

পুলিশ জানায়, কয়েক মাস আগে তরুণী নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা এলাকায়। এর পরে ওই চিকিৎসক ও অন্য ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বৃহস্পতিবার তরুণী গ্রেফতার হন। ওই চিকিৎসকের কথায়, ‘‘ওই গর্ভদাত্রী মা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত অক্টোবরে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাঁর খোঁজ করা হচ্ছিল।’’ শুক্রবার তরুণীকে আলিপুর আদালতের মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে হাজির করা হয়। বিচারক তরুণীকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Advertisement

সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, ‘‘ওই বিষয়ে আরও তদন্তের প্রয়োজন রয়েছে বলে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement