প্রতিশ্রুতি দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র।
আগামী ২০২৪ সালের মধ্যে রাজ্য জুড়ে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেওয়া হবে। কলকাতা পুরভোটের প্রচারে গিয়ে এই প্রতিশ্রুতি দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঘাযতীনে প্রচারে গিয়ে মমতা বলেন, ‘‘দেশের প্রায় সব জায়গায় জলের উপর কর দিতে হয়। কিন্তু বাংলায় জলের উপর কোনও কর নেওয়া হবে না।’’ মুখ্যমন্ত্রী এ-ও বলেন, ‘‘জলকর বসাতে চাপ দিয়েছিল কেন্দ্র। কিন্তু সাধারণ মানুষের উপর জলের জন্য কর বসাতে পারব না আমি।’’ তাঁর প্রতিশ্রুতি, ‘‘আগামী ২০২৪ সালের মধ্যে রাজ্য জুড়ে বাড়ি বাড়ি নলবাহিত জল পৌঁছে দেব।’’
এ ছাড়াও তৃণমূলনেত্রী বলেন, ‘‘বাংলায় কোনও উদ্বাস্তু কলোনি উচ্ছেদ করা যাবে না। উদ্বাস্তু কলোনিতে আইনত পাট্টা দেওয়া হবে। যখন রেলমন্ত্রী ছিলাম, মেট্রো রেলের দু’লক্ষ কোটি টাকার প্রকল্প করেছিলাম। মাঝেরহাট থেকে টালিগঞ্জ, যাদবপুর থেকে গড়িয়া, বাইপাস থেকে নিউটাউন— নতুন উড়ালপুল তৈরি হবে কলকাতায়।’’