আবারও ব্যস্ত সময়ে থমকে গেল মেট্রো। ছবি: সংগৃহীত
আবারও ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট। তার জেরে ভোগান্তির শিকার হতে হল মেট্রো যাত্রীদের। সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বিভিন্ন স্টেশনে মেট্রো থমকে যায়। নোয়াপাড়া থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগে সমস্যার কারণে থমকে যায় মেট্রো পরিষেবা। ফলে বিপাকে পড়েন অফিস ফেরত যাত্রীসহ অনেকেই। সোমবার সন্ধ্যায় মেট্রো পরিষেবায় বিভ্রাট ঘটার পর রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ তা থমকে থাকে।
‘অসুখ’ সারছে না নয়া রেকের, ক্ষুব্ধ মেট্রো
নিজস্ব জমি কত, জানতে ল্যান্ডব্যাঙ্ক গড়বে কেএমডিএ কৌশিক ঘোষ
মেট্রো সূত্রে খবর, সেন্ট্রাল থেকে দমদম মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। ডাউন লাইনে কবি সুভাষ পর্যন্ত বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে। ডাউনের দিকে মেট্রো মাঝে মধ্যে মেট্রো চললেও, তার সংখ্যা খুব কম। ফলে ভিড়ও প্রচণ্ড। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পর্যন্ত কার্যত বিপর্যস্ত মেট্রো পরিষেবা।
পাতাল ছেড়ে গন্তব্যে ফেরার পথ ধরায় যানজট দেখা দেয় রাজপথে। বাসে বাদুড়ঝোলা ভিড় আর সেই সুযোগে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ট্যাক্সি ভাড়া। এর আগেও নানা সময়ে বহুবার ব্যস্ত সময়ে ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। যাত্রী স্বাছন্দ্যে জোর দেওয়ার কথা মেট্রো কর্তৃপক্ষ বার বার বলা সত্ত্বেও কাজে তা হয়নি। এছাড়াও লাইন রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগে বহুবার মেট্রো থমকে গিয়েছে।