ফাইল চিত্র।
রাত সাড়ে ৯ টায় প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে শেষ মেট্রো। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল মেট্রো রেল। দৈনিক ট্রেনের সংখ্যা ২৪০ থেকে বেড়ে হবে ২৪৬। সোমবার থেকে নয়া নিয়ম চালু হবে। সোম থেকে শুক্রবার সকালে ও সন্ধ্যায় প্রতি ৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
মেট্রোর সময় বদল গ্রাফিক- সনৎ সিংহ
করোনা আবহে এত দিন প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ার সময় ছিল রাত ৯টা। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো জানাল, আগামী সোমবার থেকে প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। বাড়ছে ট্রেনের সংখ্যাও। মেট্রো রেল সূত্রে খবর, আগামী সোমবার থেকে ২৪০-এর বদলে ২৪৬টি মেট্রো চলবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময় সারণির কোনও পরিবর্তন হচ্ছে না। তবে টোকেন নিয়ে মেট্রোয় যাতায়াত বন্ধই থাকছে। শুধুমাত্র স্মার্ট কার্ডেই মেট্রোয় চড়া যাবে।