Kolkata East West Metro

যাত্রীদের জন্য সুখবর, মাস পয়লা থেকে ইস্ট-ওয়েস্টে বাড়ছে মেট্রোর সংখ্যা

১ ডিসেম্বর থেকে ইস্ট-ওয়েস্ট লাইনে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন পর্যন্ত রোজ ১০০টির পরিবর্তে ১০৬টি (পূর্ব দিকে ৫৩টি এবং পশ্চিম দিকে ৫৩টি) মেট্রো চলাচল করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ২৩:০৬
Share:

ইস্ট-ওয়েস্ট করিডোরে বাড়ছে ট্রেনের সংখ্যা। ফাইল চিত্র।

অফিস ফেরত যাত্রীদের ভিড় সামাল দিতে ইস্ট-ওয়েস্ট করিডোরে বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলেন মেট্রো রেল কর্তৃপক্ষ। ডিসেম্বর মাসের প্রথম দিন থেকে চলবে বাড়তি ৬টি ট্রেন।

Advertisement

মেট্রো রেল সূত্রে খবর, ১ ডিসেম্বর থেকে ইস্ট-ওয়েস্ট লাইনে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন পর্যন্ত রোজ ১০০টির পরিবর্তে ১০৬টি (পূর্ব দিকে ৫৩টি এবং পশ্চিম দিকে ৫৩টি) মেট্রো চলাচল করবে। পরিষেবা শুরু এবং শেষের সময়ের কোনও পরিবর্তন হয়নি বলেও মেট্রো সূত্রে খবর। অর্থাৎ আগের মতোই শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৫৫মিনিটে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী পরিষেবা শুরু হবে সকাল ৭টায়। দিনের শেষ মেট্রো শিয়ালদহ থেকে ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, বিকেলের ব্যস্ত সময়ে যাত্রীদের সুবিধার্থে ১৫ মিনিটের বদলে ১২ মিনিট অন্তর চলবে মেট্রো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement