প্রতিবেদন: প্রচেতা , সম্পাদনা: বিজন
পঞ্চায়েত ভোটে কে জিতবে? কোর্ট রুম থেকে বেরিয়ে আসার পথে আনন্দবাজার অনলাইনের প্রশ্নের উত্তর দিলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে ‘তৃণমূল জিতবে’, উত্তর মমতা মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রীর। এ দিন প্রথমবারের জন্য পার্থ-মামলা শুনলেন বিচারক রানা দাম। তাঁর কাছে জামিনের আবেদন করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান। তাঁর বক্তব্য, ‘‘সিবিআই ২ মাস ধরে একই রিপোর্ট জমা দিয়ে যাচ্ছে। শেষ ১৪ দিনে তদন্তের কোনও অগ্রগতি হয়নি। তদন্তের নাম করে একজনের মৌলিক অধিকার খর্ব করছে কেন্দ্রীয় সংস্থা। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতিতে জড়িত, ৭৫ দিন পরও এমন কোনও বিশ্বাসযোগ্য তথ্য সিবিআই আদালতে পেশ করতে পারেনি।’’ পাল্টা সিবিআইয়ের আইনজীবীর বক্তব্য, ‘‘পরিকল্পনা করেই দুর্নীতি সংগঠিত করা হয়েছে।’’