কলকাতা পুরসভা। ফাইল চিত্র।
কলকাতা পুর এলাকায় ১৯৬টি রাস্তার হাল ভাল নয়! সে সব রাস্তার কোনওটার পিচ উঠে পাথর বেরিয়ে গিয়েছে। কোনওটায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিটি রাস্তাই যে পুরসভার অধীন, তা নয়। রাজ্যের পূর্ত দফতর, কেএমডিএ এবং বন্দর কর্তৃপক্ষের হাতেও কিছু রাস্তা রয়েছে। তবে ওই সব রাস্তা আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে সারিয়ে ফেলতে হবে। এমনই নির্দেশ দিয়েছে পুর প্রশাসন। কলকাতার পুর কমিশনার খলিল আহমেদ বৃহস্পতিবার রাজ্য এবং কেন্দ্রের সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। সেখানেই ঠিক হয়েছে, পুজোর কথা মাথায় রেখে দ্রুত কাজ শেষ করতে হবে। ইতিমধ্যেই রাস্তা সারানোর কাজ শুরু করেছে পুরসভা।
কিন্তু ৪ সেপ্টেম্বরের আগে কেন? এ ব্যাপারে পুরসভা সূত্রের খবর, পরিবেশ আদালত আগেই জানিয়ে দিয়েছিল, কলকাতায় হটমিক্সের (রাস্তা তৈরির মূল উপাদান) কারখানা আর রাখা যাবে না। তার পরেই শহরে রাস্তা মেরামতির কাজ নিয়ে সমস্যায় পড়তে হয় পুর প্রশাসনকে। কিছু দিন কাজ বন্ধও রাখতে হয়। পরে শহরের প্রয়োজনের বিষয়টি স্মরণ করিয়ে বিশেষ অনুরোধ জানানোয় আদালত থেকে কিছুটা ছাড় মিলেছিল। আগামী ৫ সেপ্টেম্বর ফের বিষয়টি নিয়ে পরিবেশ আদালতে শুনানি হবে। সে দিন পরিবেশ আদালত কোনও কড়া নির্দেশ দিলে ফের হটমিক্স নিয়ে কাজ বন্ধ হতে পারে। এমনটা ভেবেই ৪ সেপ্টেম্বরের আগে কাজ শেষ করতে চায় পুরসভা। এ দিনের বৈঠকে আরও ঠিক হয়েছে, পুরসভা-সহ বাকি সংস্থাগুলি কোথায় কতটা রাস্তা সারানোর কাজ করেছে, তা দেখতে আগামী শনিবার পুরসভার প্রতিনিধিরা পরিদর্শনে বেরোবেন। কলকাতা পুরসভা অবশ্য এখনও শহরের বাইরে হটমিক্স তৈরির কারখানার জায়গা বেছে উঠতে পারেনি।