বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। ফাইল চিত্র ।
লাফ দিয়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। রাজ্যের অন্যান্য জেলা তো বটেই, হু হু করে সংক্রমণ ছড়াচ্ছে কলকাতাতেও। এই অবস্থায় ভক্তদের সুরক্ষার কথা মাথায় রেখে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেন মন্দির কর্তৃপক্ষ।
করোনা আবহে রাজ্যের বহু মন্দিরের দরজাই আপাতত বন্ধ। তবে কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, গর্ভগৃহে ভক্তদের প্রবেশের অনুমতি না থাকলেও খোলা থাকবে কালীঘাট মন্দির। বাইরে থেকে দর্শনের ব্যবস্থাও থাকছে। আগামী ১১-২৬ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সময়ে শুধুমাত্র পালাদার ও সেবায়েতরা প্রয়োজনমতো মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন।
অনেকদিন বন্ধ থাকার পর গত বছরের ৩১ জুলাই ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেয় মন্দির কর্তৃপক্ষ। কিন্তু করোনার রমরনা বাড়ায় পাঁচ মাস পর ফের একবার বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ।