প্রতিবাদে জুতো পালিশ

মঙ্গলবার ব্যারাকপুর স্টেশনে জুতো পালিশ করলেন তাঁরা। তাঁদের বক্তব্য, চাকরি না পেলে বা পরিবারের লোকেদের চাকরি গেলে হয়তো এই পেশাতেই আসতে হবে তাঁদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৯ ০০:৪৭
Share:

প্রতীকী ছবি।

তাঁরা সকলেই শিক্ষিত। কিন্তু চাকরি পাননি। কয়েক জনের পরিবারের লোকেরা ইছাপুর অস্ত্র কারখানায় চাকরি করেন। অন্য কয়েক জনের নিকটাত্মীয় আবার বিএসএনএলের কর্মী। দু’টি কেন্দ্রীয় সংস্থাতেই সিঁদুরে মেঘ। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদের রাস্তা নিলেন একদল শিক্ষিত বেকার।

Advertisement

মঙ্গলবার ব্যারাকপুর স্টেশনে জুতো পালিশ করলেন তাঁরা। তাঁদের বক্তব্য, চাকরি না পেলে বা পরিবারের লোকেদের চাকরি গেলে হয়তো এই পেশাতেই আসতে হবে তাঁদের।

ওই যুবকদের বক্তব্য, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে। কারণ, চাকরির ব্যবস্থা করতে পারছে না কেন্দ্রীয় সরকার। তার উপরে বিভিন্ন সরকারি সংস্থা বেসরকারিকরণ ও বন্ধ করার ‘চক্রান্ত’ চলছে। এ দিন জনা বিশেক যুবক জুতো পালিশের বাক্স ও সরঞ্জাম নিয়ে টিকিট কাউন্টারের বাইরে বসে পড়েন। অনেকেই তাঁদের দিয়ে জুতো পালিশ করিয়ে নেন।

Advertisement

তবে স্টেশনের নিয়মিত জুতো পালিশ করিয়েদের প্রশ্ন, প্রতিবাদের জন্য তাঁদের পেশাকেই বাছা হল কেন? তার মানে কি এই পেশাকে নিচু নজরে দেখেন তাঁরা? তাঁদের বক্তব্য, ‘‘এটা তো আমাদের অপমান করা হল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement