ক্যাম্পাসে মাদক ঠেকাতে পদক্ষেপ

চলতি ভর্তির মরসুমেই এমন নিয়ম চালু করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ভর্তির সময়ে পড়ুয়াদের লিখিত ভাবে জানাতে হত, তাঁরা র‌্যাগিংয়ের সঙ্গে যুক্ত থাকবেন না। তার সঙ্গে এ বার যোগ হল মদ-মাদক বিরোধী সংক্রান্ত নির্দেশিকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৯ ০২:২৯
Share:

ক্যাম্পাসে মদ-মাদক সেবন ঠেকাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন পদক্ষেপ। এ বার থেকে ভর্তির সময়ে পড়ুয়াদের লিখিত ভাবে জানাতে হবে, তাঁরা মদ-মাদক সেবন এবং বিক্রি করবেন না। অন্যথায় তাঁদের কড়া শাস্তির মুখে পড়তে হবে।

Advertisement

চলতি ভর্তির মরসুমেই এমন নিয়ম চালু করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ভর্তির সময়ে পড়ুয়াদের লিখিত ভাবে জানাতে হত, তাঁরা র‌্যাগিংয়ের সঙ্গে যুক্ত থাকবেন না। তার সঙ্গে এ বার যোগ হল মদ-মাদক বিরোধী সংক্রান্ত নির্দেশিকা। ওই নির্দেশিকায় লেখা আছে, ক্যাম্পাসে, ছাত্রাবাসে মদ-মাদক সেবন, মাদক দ্রব্য সঙ্গে রাখা বা বিক্রি করা যাবে না। পড়ুয়াদের কোনও অনুষ্ঠান, কনফারেন্সেও তা সেবন করা যাবে না। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পড়ুয়া শাস্তির মুখে পড়বেন। সাসপেন্ড হওয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িতও হতে পারেন।

উল্লেখ্য, যাদবপুর ক্যাম্পাসে বহিরাগতদের দাপট এবং মদ-মাদক সেবনের অভিযোগ উঠেছে বারবার। এই সংক্রান্ত বিষয়ে সব পক্ষকে নিয়ে বহু বার মিছিল, আলোচনাসভা করতে হয়েছে কর্তৃপক্ষকে। বছর কয়েক আগে তেমনই এক আলোচনাসভায় উপাচার্য সুরঞ্জন দাস বলেছিলেন, ‘‘যাদবপুরের মতো দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে এমন কার্যকলাপ চলতে থাকলে তা ওই শিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলতে পারে।’’

Advertisement

এই পরিস্থতিতে গত অক্টোবরে কিছু বিধি-নিষেধ আরোপ করেন কর্তৃপক্ষ। মাদক সেবনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নির্দেশ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়। কিন্তু পরিস্থিতি তেমন পাল্টায়নি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ৩০০ গ্রাম গাঁজা-সহ দুই ব্যক্তিকে ধরে কলকাতা পুলিশের মাদক দমন শাখা। এমতাবস্থায় কর্তৃপক্ষ এ বার ভর্তি হতে আসা পড়ুয়াদের থেকে মদ-মাদক সেবনের বিরুদ্ধে লিখিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু সোমবার বলেন, ‘‘ক্যাম্পাসে মদ-মাদক ব্যবহার আটকানোর জন্য ইউজিসি-র নির্দেশ এসেছে। এর পরেই আমরা পড়ুয়াদের থেকে লিখিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement