Housing

নির্মাণের নকশা অনুমোদন ৩০ দিনে

এ বার থেকে সবটাই হবে অনলাইনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৯
Share:

—প্রতীকী চিত্র।

ব্যক্তি-মালিকানাধীন জমিতে বাড়ি তৈরির নকশা অনুমোদন করাতে হলে পুরসভা অন্তত ৩৩০ দিন সময় নেয়। আর ২৩টি পদ্ধতি মেনে তবে নকশার ছাড়পত্র মেলে। এ বার বদলাতে চলেছে সেই ব্যবস্থা। মাত্র ৩০ দিনেই পাওয়া যাবে নির্মাণের নকশার অনুমোদন। আগামী মার্চ থেকে পাইলট প্রকল্প হিসেবে এই নয়া পদ্ধতি চালু হবে। আর পয়লা এপ্রিল থেকে নির্মাণ নকশার সব আবেদন এ ভাবেই অনুমোদন পাবে। সবটাই হবে অনলাইনে।

Advertisement

নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে ‘টাকার খেলা’ নিয়ে বহু অভিযোগ জমা পড়ে পুরসভায়। কিন্তু এত দিন তার কোনও প্রতিকার হয়নি। পুরসভা সূত্রের খবর, এ বার থেকে সবটাই হবে অনলাইনে। হাতে হাতে টাকা দেওয়ার কোনও ব্যাপারই থাকবে না। শনিবার এই সংক্রান্ত ‘কমন অ্যাপ্লিকেশন ফর্ম’ বা ক্যাফ-এর বয়ান জনসমক্ষে প্রকাশ করেন মেয়র। তিনি জানান, অনলাইনে ওই আবেদনপত্র পূরণ করে দিলেই হবে। বাকি কাজ করবে পুর প্রশাসন।

সম্প্রতি ‘ইজ অব ডুয়িং বিজনেস’-এর আওতায় এসেছে কলকাতা পুর এলাকা। তারই উল্লেখ করে মেয়র জানান, মানুষকে অযথা সমস্যায় ফেলা প্রশাসনের কাজ হতে পারে না। ব্যবসা থেকে বসবাস— সবেতেই অনুমোদনের কাজ আরও সহজ-সরল করা হচ্ছে। নির্মাণের নকশা অনুমোদন তারই অঙ্গ। তিনি জানান, যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। পুরসভায় আসতেও হবে না। নির্মাণের নকশা অনুমোদন করাতে হলে যে সব দফতরের কাছ থেকে আগে ‘নো অবজেকশন’ নিতে হত, নতুন নিয়মে আবেদনপত্র পাওয়ার পরে তা পুরসভাই করে দেবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement