Water Tank

জলাধারের স্বাস্থ্য পরীক্ষা হবে সল্টলেকে

শুক্রবার পুর ভবনে এ কথা জানান মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনি জানান, সল্টলেকে পুরসভার ১৬টি জলাধার রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২০ ০২:৪০
Share:

এ ভাবেই ভেঙে পড়েছে জলাধার।

সল্টলেকের কেন্দ্রীয় সরকারি আবাসনে জলাধার ভেঙে পড়ার পরে নড়েচড়ে বসল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতরের নির্দেশে পুর এলাকায় থাকা জলাধারগুলির স্বাস্থ্য পরীক্ষা করবে বিধাননগর পুরসভা।

Advertisement

শুক্রবার পুর ভবনে এ কথা জানান মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনি জানান, সল্টলেকে পুরসভার ১৬টি জলাধার রয়েছে। সেগুলি দীর্ঘ দিন আগে তৈরি হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ হয়। সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারেরা আগেই কয়েকটি জলাধার পরীক্ষা করেছেন। দশ, সাত এবং তিন নম্বর জলাধার নিয়ে রিপোর্ট দিয়েছেন তাঁরা। সেগুলি জরুরি ভিত্তিতে মেরামত করা হবে। তবু পুর ও নগরোন্নয়ন দফতরের নির্দেশে জলাধারগুলি কী অবস্থায় রয়েছে তা দেখবেন ওই ইঞ্জিনিয়ারেরা। কাউন্সিলরদের একাংশ জানাচ্ছেন, জল তোলার ও সরবরাহের পাইপলাইনও ৫০ বছরের পুরনো। সেই দিকটিতেও নজর দেওয়া প্রয়োজন।

মেয়র এ দিন জানান, পুরসভা ওই আবাসনে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে। জলের জোগান নিয়ে বাসিন্দাদের সমস্যা হবে না। পুরসভা শুক্রবার ওই আবাসনে ছ’টি জলের ট্যাঙ্কার পাঠায়। ওই আবাসনের অন্য পরিকাঠামোও বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। মেয়র জানান, বাসিন্দারা পুরসভাকে লিখিত ভাবে জানালে সমাধানের সাধ্য মতো চেষ্টা করা হবে। বৃহস্পতিবার সকালে ওই জলাধার ভেঙে পড়ার পরে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করেছেন বিএসএনএল কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement