রবিবার মোট ১২৮টি মেট্রো চলবে। ফাইল চিত্র।
সকাল ১০টা থেকে নয়, এ বার রবিবার সকাল ৯টায় মিলবে প্রথম মেট্রো। আগামী ৬ মার্চ থেকে চালু হচ্ছে এই পরিষেবা। সোমবার কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থে আগামী রবিবার থেকে আরও আটটি ট্রেন যোগ করা হচ্ছে। আগের রবিবারগুলিতে সর্বমোট ১২০টি ট্রেন যাতায়াত করত। ৬ মার্চ থেকে তা বাড়িয়ে করা হচ্ছে ১২৮টি। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের মধ্যে চলবে মোট ১২৪টি ট্রেন। বাকি চারটির শেষ গন্তব্য হবে দমদম স্টেশন।
আগামী ৬ মার্চ থেকে প্রতি রবিবার কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯টায়। পাশাপাশি, রবিবারে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। একই ভাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরমুখী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। রবিবারের রাতগুলিতে সাড়ে দশটা পর্যন্ত চালু থাকবে মেট্রো পরিষেবা।
পাশাপাশি, করোনা পরিস্থিতিতে যাত্রীদের শারীরিক দূরত্ববিধি মেনে চলা এবং মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।