ইউক্রেন প্রেসিডেন্টকে সাহায্যের আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ফাইল চিত্র।
তাঁর দেশের জন্য আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে উদ্বেগ প্রকাশ করে জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি। সোমবার ১০, ডাউনিং স্ট্রিটের মুখপাত্র একটি বিবৃতিতে জানান, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেলেনস্কির কাছে খবরাখবর নেন জনসন। ইউক্রেনের প্রতিরক্ষার স্বার্থে তাঁরা সাধ্যমতো সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার রাতের ওই দূরভাষ কথোপকথনে জনসন জানান, ব্রিটেন তো বটেই, তাঁদের প্রতিবেশী দেশগুলিও ইউক্রেনকে সাহায্য করবে। রবিবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়াও পোল্যান্ডের প্রেসিডেন্ট আঁদ্রে দুদার সঙ্গে কথা বলেন ইউক্রেন প্রেসিডেন্ট। তাঁদের কাছে সোমবার দিনটিকে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জেলেনস্কি।