Firhad Hakim

মিউটেশনে দেরি, ক্ষুব্ধ ফিরহাদ

ফিরহাদ নির্দেশ দেন, কতগুলি মিউটেশন বাকি এবং এত দিন কেন তা হয়নি, সেই ব্যাপারে খোঁজ নিয়ে অবিলম্বে তাঁকে জানাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২০ ০৪:১৬
Share:

ছবি: সংগৃহীত।

জমি-বাড়ির মিউটেশনের জন্য আবেদন করেও বসে থাকতে হয় বহু দিন। সময় মতো মিউটেশন না হওয়ার অভিযোগ নতুন নয়। যার জেরে অসুবিধায় পড়তে হয় অনেককেই। পাঁচ-সাত বছরও অপেক্ষা করতে হয় কাউকে কাউকে।

Advertisement

শনিবার কলকাতা পুরসভার ‘টক টু কর্পোরেশন’ অনুষ্ঠানে সাত বছর আগে আবেদনপত্র জমা দেওয়া, পিকনিক গার্ডেনের এক বাসিন্দার মিউটেশন না হওয়ার অভিযোগ পাওয়ার পরেই সংশ্লিষ্ট দফতরের আধিকারিকের কাছে ক্ষোভ প্রকাশ করেন পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। ওই এলাকার জমি-বাড়ির মিউটেশন-সহ বিভিন্ন কাজ গড়িয়াহাট অফিসে হয়। অনুষ্ঠানে উপস্থিত ওই দফতরের কন্ট্রোলিং অফিসারকে ফিরহাদ নির্দেশ দেন, কতগুলি মিউটেশন বাকি এবং এত দিন কেন তা হয়নি, সেই ব্যাপারে খোঁজ নিয়ে অবিলম্বে তাঁকে জানাতে। এর পরে ওই কন্ট্রোলিং অফিসারকে তিনি বলেন, “কোনও অফিসার নিজের ইচ্ছে মতো মিউটেশনে দেরি করতে পারেন না। ওই অফিসারকে প্রথমে শো-কজ করুন। তাতে কাজ না হলে সাসপেন্ড করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement