আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি।—নিজস্ব চিত্র।
ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল ঢাকুরিয়ার কাছে রেললাইনের ধারে বেশ কয়েকটি ঝুপড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার রাত পৌনে ৮টা নাগাদ। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ঝুপড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে। প্রথমে ঝুপড়ির বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দমকলে খবর দেন তাঁরা।
খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে দমকলের ৪-৫টি ইঞ্জিন পৌঁছয়। কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় দমকলের ১০টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকলের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঝুপরির বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দমকল সূত্রে খবর, আগুনে বেশ কয়েকটি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। কী ভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা।
আরও পড়ুন: শোভনের উদ্দেশে ইঙ্গিত, রত্নাকে দায়িত্ব থেকে সরাল তৃণমূল
এই ঘটনার জেরে বালিগঞ্জ-সোনারপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টা দেড়েক বন্ধ থাকার পর ফের ট্রেন চলাচল শুরু হয়। দু’জোড়া ট্রেন বাতিল করে দেওয়া হয়।
আরও পড়ুন: করোনা-আতঙ্ক: ট্রেন-বাস-মেট্রোতে যাতায়াত কতটা নিরাপদ?