নিজস্ব চিত্র।
পার্ক স্ট্রিটে ফের আগুন। পোদ্দার পয়েন্ট বহুতলের ৪ তলায় একটি শাড়ির গুদামে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যায় দমকলের ১০টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে খবর। প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে।
দমকল সূত্রে খবর, হাইড্রলিক ল্যাডারের সাহায্যে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। লকডাউন থাকায় বহুতলের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তাই বহুতলের ভিতরে লোকজন কম থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। বহুতলের ভিতরে আর কেউ আটকে নেই বলেই জানিয়েছেন আধিকারিকরা।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখেন। আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলেই জানিয়েছেন তিনি।
পোদ্দার পয়েন্টে আগুন লাগার পরেই ফিরে আসে স্টিফেন কোর্টের স্মৃতি। সেই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছিল বহু মানুষের। কিন্তু এ ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি। সবাইকে নিরাপদে বাইরে নিয়ে এসেছেন দমকল কর্মীরা।