আরজি কর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি। —ফাইল চিত্র।
আপাতত কর্মবিরতি চলবে আরজি কর মেডিক্যাল কলেজে। মঙ্গলবার সন্ধ্যায় এই কথা জানালেন আন্দোলনরত চিকিৎসকেরা। এক চিকিৎসকের কথায়, ‘‘২২ অগস্টের পর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’’ চিকিৎসকেরা এ-ও জানালেন, আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআইয়ের রিপোর্ট জমা দেওয়ার পর কর্মবিরতি তোলা বা জারি রাখার সিদ্ধান্ত নেবেন।
উল্লেখ্য, আরজি করের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, “কলকাতার হাসপাতালের এই ঘটনা শুধুমাত্র একটি ভয়ঙ্কর খুনের মামলাই নয়। এটি গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা ও পদ্ধতিগত সমস্যার বিষয়। সেই কারণে মামলাটি হাই কোর্টে শুনানি শুরু হলেও আমরা স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার নির্দেশ নিয়েছি।”
পাশাপাশি, মঙ্গলবারই শীর্ষ আদালত আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানায়। পাশাপাশি তাঁরা যাতে কাজে ফিরতে পারেন, তাঁদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়। যদিও নিজেদের মধ্যে আলোচনা করে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই বহাল রাখেন তাঁরা। আগামী ২২ অগস্ট, বৃহস্পতিবার সিবিআইকে তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিতে বলেছে শীর্ষ আদালত। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে ওই দিন রিপোর্ট দেবে রাজ্যও। আগামী ২৩ অগস্ট, শুক্রবার সংশ্লিষ্ট মামলার পরবর্তী শুনানি রয়েছে। আরজি করের আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, আপাতত বৃহস্পতিবারের দিকেই তাঁদের নজর থাকছে। তার পর হবে সিদ্ধান্ত।