Bowbazar old man death

বৌবাজারে বন্ধ ফ্ল্যাটে বৃদ্ধের পচাগলা দেহ! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

ওই ফ্ল্যাটে একাই থাকতেন অকৃতদার প্রফুল্ল। আত্মীয়দেরও ফ্ল্যাটে আসতে দেখেননি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রফুল্লকে ক’দিন ধরেই দেখা যাচ্ছিল না বলেও জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২১:৫৫
Share:

বন্ধ ফ্ল্যাটে উদ্ধার বৃদ্ধের পচাগলা মৃতদেহ। — প্রতীকী ছবি।

বন্ধ ঘর থেকে বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার হল মধ্য কলকাতার বৌবাজারে। বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধের দেহ উদ্ধার করে। কয়েক দিন আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। বার্ধক্যজনিত কারণেই স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

বৌবাজারের ছাতাওয়ালা গলিতে একটি আবাসনের বাসিন্দা ছিলেন প্রফুল্ল শাহ। বাড়িতে তিনি একাই থাকতেন। বেশ কিছু দিন হল তাঁর দেখা পাওয়া যাচ্ছিল না। কিন্তু সম্প্রতি তাঁর বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। শনিবার খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দরজা ভেঙে ওই ফ্ল্যাটে ঢোকে। দেখা যায়, শোয়ার ঘরের খাটে পড়ে রয়েছে প্রফুল্লের নিথর দেহ। দেহে পচন ধরে গিয়েছিল। তা থেকেই দুর্গন্ধ।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বয়সজনিত বিভিন্ন সমস্যাতেই মৃত্যু হয়েছে প্রফুল্লের। অন্য কোনও কারণ নেই। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। সেই রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে একাই থাকতেন প্রফুল্ল। বিয়ে করেননি। আত্মীয় স্বজনদেরও ওই ফ্ল্যাটে আসতে দেখেননি বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নির্বিবাদী চরিত্রের প্রফুল্লকে ক’দিন ধরেই দেখা যাচ্ছিল না বলেও জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement