গাছ ভেঙে আটকে গিয়েছে কলকাতার রাস্তা। —নিজস্ব চিত্র
উপকূলে আছড়ে পড়ার আগেই কলকাতায় তাণ্ডব শুরু করল অতি প্রবল ঘূর্ণিঝড় আমপান (প্রকৃত উচ্চারণ উম পুন)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধে ৭টা বেজে ২০ মিনিটে কলকাতায় (দমদম) ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। কলকাতা পুলিশ সূত্রে খবর, শহরের অন্তত ৩০টি জায়গায় গাছ ভেঙে পড়েছে। এ ছাড়া একাধিক পোস্ট ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে।
ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে মৃত্যু হল এক কিশোরীর। হাওড়ার শালিমারে ওই কিশোরীর মাথায় টিন পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে ওই কিশোরীর নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ-প্রশাসন।
ঝড়ের আগে থেকেই শহরের সব ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য দিকে গাছ পড়ার সঙ্গে সঙ্গেই সেগুলি সরানোর কাজও শুরু হয়েছে। পাশাপাশি শহর জুড়ে চলছে তুমুল বৃষ্টি।
আমপানের তাণ্ডব, কলকাতার ২৭টি এলাকায় উপড়ে পড়ল গাছ—
লাইভ আপডেট:
সন্ধ্যা ৬টা থেকে ৭টা:
• সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে কলকাতায় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার
• সন্ধ্যা ৬ টা ৪৭ মিনিটে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৪ কিলোমিটার
• ট্যাংরা থানার সামনে গাছ পড়ে গিয়েছে এবং রাস্তা বন্ধ
• নিউট্যাংরায় গাছ পড়ে গিয়ে কিছু দোকান ভেঙ্গে গিয়েছে
• ৪১ পুলিন খটিক রোড গাছ পড়ে রাস্তা বন্ধ
• ডি.সি.দে.রোড রুচি অ্যাপারমেন্টের সামনে লাইট পোস্ট পড়ে রাস্তা বন্ধ
• ধাপা বাজার সংলগ্ন ধাপা রোড তাঁর ছিড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে
• ৩৮ নং পুলিন খটিক রোড গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে
• ৬৩সি ক্রিস্টোফার রোডে একটি বাড়ির উপরে গাছ পড়ে গিয়েছে , বাতিস্তম্ভ উপড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে
•কিছু ঘরবাড়ি ভেঙে গিয়েছে, প্রচুর মানুষ কে বিভিন্ন স্কুলে রাখা হয়েছে
• ১১৪ ধনদেবী খান্না রোড গাছ পড়ে গিয়ে কয়েটি বাড়ি ক্ষতি হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে রাস্তা
বিকেল ৫টা থেকে সন্ধে ৬টা:
• তবে এখনও ওই কিশোরীর নাম-পরিচয় জানা যায়নি
• মাথায় টিন পড়ে মৃত্যু হয়েছে এক কিশোরীর
• হাওড়ার শালিমারে এক কিশোরীর মৃত্যু
• অনেক ফুটপাথবাসীও রয়েছেন
• এঁদের অনেকেই জীর্ণ বাড়ির বাসিন্দা
• কলকাতা পুরসভার ৭, ৮, ৯, ১০, ১১ নম্বর ওয়ার্ডের প্রায় ১০০ জন বাসিন্দাকে সরিয়ে আনা হয়েছে
• এর মধ্যে ৬টি জায়গা থেকে গাছ কেটে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে
• গাছ ভেঙে নিউ আলিপুর, শেক্সপীয়র সরণী, ময়দান, পশ্চিম বন্দর, বালিগঞ্জ, হেস্টিংস, কসবা, চেতলা, টালিগঞ্জ, ট্যাংরা, হরিদেবপুর, একবালপুর, উল্টোডাঙা এলাকায়
• ঝড়ের তাণ্ডবে গড়িয়াহাট, বেনিয়াপুকুর থানা এলাকাতেও গাছ উপড়ে পড়েছে
বিকেল ৪টে থেকে ৫টা:
• কালীঘাট এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৬২ মিলিমিটার
• উত্তর কলকাতার বেলগাছিয়ায় বৃষ্টি হয়েছে ৭১ মিলিমিটার, মানিকতলায় হয়েছে ৬৮ মিলিমিটার, ঠনঠনিয়া কালীবাড়ি ৬৭.৬ মিলিমিটার
• সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতার জিঞ্জিরা এলাকায় (৮০.৫ মিলিমিটার)। ফলে বেহালা ও পর্ণশ্রীর একাংশে জল জমার আশঙ্কা রয়েছে
• সকাল ছ’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় কত বৃষ্টি হয়েছে, তার হিসেব দিল কলকাতা পুরসভা
• কলকাতায় ঝড়ের গতিবেগ ১০৫ কিলোমিটার
• শহরের অন্তত ৩০ টি জায়গায় গাছ ভেঙে পড়েছে
• বন্ধ করে দেওয়া হয়েছে শহরের সমস্ত ফ্লাইওভার
প্রিন্স আনোয়ার শাহ রোডে ভেঙে পড়েছে গাছ। —নিজস্ব চিত্র
গাছের ডাল ভেঙে বিপত্তি নিউ আলিপুর এলাকায়। —নিজস্ব চিত্র
ঝড়ের জন্য কলকাতায় নোঙর করা জাহাজ। চলছে বৃষ্টি। ছবি: এপি