ফাইল চিত্র।
কলকাতা পুরসভা এলাকায় আমপানে ক্ষতিগ্রস্ত কোনও বাড়ির মালিককে বাড়ি তৈরির অর্থ বরাদ্দ করার আগে সেটি পরিদর্শন করতে হবে। বাড়িটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সরেজমিন দেখার পরে তবেই টাকা বরাদ্দ করা যাবে বলে কলকাতা পুরসভার কমিশনার সম্প্রতি নির্দেশ জারি করেছেন।
পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রামাঞ্চলের পাশাপাশি কলকাতার কোনও বাড়ি আমপানে ক্ষতিগ্রস্ত হলে অর্থ বরাদ্দের কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। পুরসভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেউ ক্ষতিপূরণের আবেদন করলে সংশ্লিষ্ট বরোর বিল্ডিং দফতরের আধিকারিকেরা পরিদর্শন করে জানাবেন ঝড়ে বাড়িটির কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কী ভাবে সেটি সারানো যেতে পারে, সেই ব্যাপারেও পরামর্শ দেবেন তাঁরা।
বিল্ডিং দফতরের এক আধিকারিক জানান, আমপানের দাপটে কলকাতা পুর এলাকায় প্রায় আট হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে। বেলেঘাটা, কড়েয়া, যাদবপুর, বেহালা, গার্ডেনরিচ-সহ আরও নানা জায়গা থেকে বাড়ি সারাতে সাহায্যের আর্জি জানানো হয়েছে পুরসভায়। কোনও কোনও বাড়িতে গাছ পড়ে দেওয়াল ভেঙেছে, ভেঙেছে, কোথাও বা ছাদ ধসে গিয়েছে। টালি বা টিনের চাল উড়ে যাওয়ার অভিযোগও এসেছে।
এর জেরে অনেক বাড়িতেই এখনও বসবাসের ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। উপড়ে যাওয়া গাছ অবশ্য পুরসভার উদ্যান দফতর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছেন, বিল্ডিং দফতরের বাকি রিপোর্ট জমা পড়ার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।