Behala

একই শাড়ির ফাঁসে ঝুলছে যুগলের দেহ, চাঞ্চল্য পর্ণশ্রীতে

পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে ওই যুগল পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডে রতন চক্রবর্তীর বাড়িতে ভাড়া আসেন। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ১৮:৩৩
Share:

প্রতীকী ছবি।

ভাড়াবাড়িতে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেহালা পর্ণশ্রী এলাকায়। কিছু দিন আগে ওই এলাকায় ভাড়ায় থাকতে আসেন রাজু এবং রিঙ্কি মণ্ডল। তাঁরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন।

Advertisement

মঙ্গলবার তাঁদের ডাকাডাকি করে সাড়া না মেলায় সন্দেহ হয় বাড়ির মালিক এবং প্রতিবেশীদের। কাঠের দরজা ভেঙে তাঁরা দেখেন, শাড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে দু’জনের মৃতদেহ। সঙ্গে সঙ্গে পর্ণশ্রী থানায় খবর দেন বাড়ির মালিক। পুলিশ দু’জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, গত সপ্তাহে ওই যুগল পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডে রতন চক্রবর্তীর বাড়িতে ভাড়া আসেন। এদিন বেলা ১২টা নাগাদ আত্মহত্যার বিষয়টি রতনবাবু পুলিশকে জানান। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কী কারণে মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা আত্মঘাতী হয়েছেন, না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, পারিবারিক সমস্যার বিষয়টি তাঁরা বাড়ির মালিককে জানিয়েছিলেন। সে কারণে তাঁরা আত্মঘাতী হয়ে থাকতে পারেন। দু’জনের পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিতে পারছিল না। বিয়ের পর তাঁরা ভাড়াবাড়িতে চলে আসেন। রিঙ্কি মন্ডলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার উস্থিতে। রাজুর বাড়ি জোকা এলাকায়। আত্মহত্যার বিষয়ে তাঁদের কেউ প্ররোচনা দিয়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: প্রাতর্ভ্রমণে বেরিয়ে ছেলের মৃত্যুর খবর পেলেন বাবা

​আরও পড়ুন: এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ১ ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement