প্রতীকী ছবি।
নয়ানজুলিতে অ্যাম্বুল্যান্স উল্টে পড়ে মৃত্যু হল এক করোনা রোগীর। গুরুতর জখম তাঁর আত্মীয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বিষ্ণুপুর থানা এলাকার ১১৭ নম্বর জাতীয় সড়কের ষষ্ঠীতলায়। মৃতের নাম ভগবতী ঘরামি (৮০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে দু’নম্বরের কাছে জাতীয় সড়ক লাগোয়া নয়ানজুলিতে পড়ে যায় ওই অ্যাম্বুল্যান্সটি। প্রত্যক্ষদর্শীদের কথায়, একটি বেসরকারি বাসকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সময়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই ঘটনা ঘটে। সেখানেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্সে থাকা রোগী ভগবতীবাবুর। জখম অবস্থায় তাঁর নাতনি মিঠু ঘরামিকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে অ্যাম্বুল্যান্স চালক পলাতক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভগবতীবাবু কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার সীতারামপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার থেকে পেটের সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তাঁকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসায় তাঁকে জোকা ইএসআই হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা।