Coronavirus in Kolkata

করোনায় মৃত পুলিশ ইনস্পেক্টর

লালবাজার সূত্রের খবর, গত ১৭ নভেম্বর করোনায় আক্রান্ত হন সত্যব্রতবাবু। সে সময়ে ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০৩:০৭
Share:

সত্যব্রত পাল

করোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল কলকাতা পুলিশের এক আধিকারিকের। মৃতের নাম সত্যব্রত পাল (৫৪)। তিনি কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের ইনস্পেক্টর হিসেবে দায়িত্বে থাকলেও গত দু’বছর ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ অ্যাকাডেমিতে ডেপুটেশনে ছিলেন। সেখানে পুলিশ ট্রেনিং কলেজে পড়ানোর সঙ্গে যুক্ত ছিলেন সত্যব্রতবাবু। এ নিয়ে কলকাতা পুলিশের মোট ২১ জন আধিকারিক করোনায় মারা গেলেন।

Advertisement

লালবাজার সূত্রের খবর, সোমবার সকালে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে মারা যান ১৯৮৯ সালের ব্যাচের ওই অফিসার। তিন দিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এ দিন বিকেলে তাঁর দেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়।

লালবাজার সূত্রের খবর, গত ১৭ নভেম্বর করোনায় আক্রান্ত হন সত্যব্রতবাবু। সে সময়ে ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা হয়েছিল। ২৬ নভেম্বর ছাড়া পেয়ে পলতার বাড়িতে ফেরেন। গত শনিবার ফের অসুস্থ হয়ে ওই হাসপাতালে ভর্তি হন সত্যব্রতবাবু। রবিবার জানা যায়, ফের করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। সেই মতো চিকিৎসা শুরু হলেও সোমবার তাঁর মৃত্যু হয়।

Advertisement

আরও পড়ুন: অক্সফোর্ডের ৫ কোটি টিকার বেশির ভাগটাই প্রথমে পাবে ভারত: সিরামের শীর্ষকর্তা

আরও পড়ুন: রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ, সুস্থতা বেড়ে ৯৫.৮৫ শতাংশ, মৃত্যু ২৭ জনের

পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত বাহিনীতে আক্রান্তের সংখ্যা তিন হাজারেরও বেশি। কয়েক জন পুলিশ আ ধিকারিক সংক্রমিত হয়ে এখনও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement