প্রতীকী ছবি
করোনা সঙ্কটকালে পুরসভার কোনও চিকিৎসক কাজে ফাঁকি দিলে, তাঁর চাকরি পর্যন্ত চলে যেতে পারে। শুক্রবার এমনই বিজ্ঞপ্তি জারি করল পুর প্রশাসন। করোনার সময়ে পুরসভার বেশ কয়েকটি দফতরের কর্মীদের ছাড় থাকলেও, স্বাস্থ্য দফতরের কর্মী ও চিকিৎসকেদের হাজিরা আবশ্যিক করা হয়েছিল। তা সত্ত্বেও চিকিৎসকেদের একাংশের বিরুদ্ধে কর্মস্থলে গরহাজির থাকার অভিযোগ বাড়ছিল। এ বার তাঁদের চাকরি থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব উঠল।
কলকাতার পুর কমিশনার খলিল আহমেদ শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে বলা হয়েছে পুরসভার অনেক চিকিৎসকই এর মধ্যেই চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু কয়েক জন চিকিৎসক কাজে আসছেন না। বাড়ি থেকে কর্মস্থলে যাতায়াতের জন্য পুরসভার গাড়ি দেওয়া হচ্ছে, দূরের চিকিৎসকদের জন্য কলকাতায় থাকার ব্যবস্থা করা হয়েছে। তা সত্ত্বেও কিছু চিকিৎসক কাজে যোগ দিচ্ছেন না। তাঁদের কেউ স্থায়ী, কেউ অস্থায়ী হিসেবে কর্মরত। তাঁরা যাতে নিয়মিত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজে যোগ দেন, তার জন্য ওই বিজ্ঞপ্তি বলে পুরসভা সূত্রের খবর।
এক আধিকারিক জানান, বর্তমানে কলকাতা পুরসভায় স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে প্রায় ৩০০ জন চিকিৎসক রয়েছেন। তার মধ্যে মাত্র কয়েক জন কাজে আসছেন না। তাঁদের অবিলম্বে নিয়মিত ভাবে কাজে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় বিজ্ঞপ্তি অনুসারে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।