প্রতীকী ছবি
তরুণীর মৃত্যুতে করোনা-আতঙ্ক ছড়াল এলাকায়। ফলে ঘরের দরজা বন্ধ করে বসে রইলেন প্রতিবেশীরা। আর মেয়ের দেহ আগলে একা বসে রইলেন মা। বৃহস্পতিবার সকালে, টালা থানা এলাকার ঘটনা। খবর পেয়ে এ দিন বৃহস্পতিবার দুপুরে পুলিশ গিয়ে দেহ আর জি কর হাসপাতালে নিয়ে যায়।
পরে দেহটির ময়না-তদন্ত করা হয়েছে। তার রিপোর্ট এলেই জানা যাবে যে, কী ভাবে ওই তরুণীর মৃত্যু হয়েছে। তবে তাঁর শরীরে প্রাথমিক ভাবে করোনার কোনও লক্ষণ ছিল না বলেই জানা গিয়েছে।
এক নম্বর বরোর চেয়ারম্যান তরুণ সাহা জানান, এ দিন সকাল ১০টা নাগাদ তাঁর কাছে খবর আসে, এক তরুণীর মৃত্যুতে এলাকায় করোনা আতঙ্ক ছড়িয়েছে। দুপুরে পুলিশকে নিয়ে তিনি সেখানে যান এবং মায়ের সঙ্গে কথা বলে জানতে পারেন, অসুস্থতার কারণে তিন বছর হল ওই তরুণী হাঁটতে পারতেন না। এ দিন সকালে তিনি ঘুম থেকে উঠছে না দেখে ডাকতে গিয়ে মা বুঝতে পারেন, মেয়ের শরীরে সাড় নেই। কিন্তু সে কথা জানাজানি হতেই প্রতিবেশীদের মধ্যে করোনা-আতঙ্ক ছড়ায় এবং তাঁরা সকলেই ঘরের মধ্যে ঢুকে পড়েন।