সিরিয়াল কিলার চন্দ্রকান্ত ঝা। ফাইল চিত্র।
চন্দ্রকান্ত ঝা। সিরিয়াল কিলার। ‘দিল্লির কসাই’ নামেও পরিচিত। সেই চন্দ্রকান্তকেই এক বছর পর গ্রেফতার করল দিল্লি পুলিশ। ২০২৩ সালের অক্টোবরে প্যারোলে ছাড়া পেয়েছিল চন্দ্রকান্ত। কিন্তু তার পর আর জেলে ফিরে আসেনি সে। চন্দ্রকান্তের খোঁজে গত এক বছরেরও বেশ সময় ধরে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার পুরাতন দিল্লি রেলস্টেশন থেকে এই সিরিয়াল কিলারকে গ্রেফতার করে পুলিশ।
বছর আটচল্লিশের চন্দ্রকান্ত বিহারের বাসিন্দা। তিনটি খুনের মামলায় ২০১৩ সালে তাকে দোষী সাব্যস্ত করে আদালত এবং যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দশ বছর জেলবন্দি থাকার পর ২০২৩ সালে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সেই সুযোগে গা ঢাকা দেয় চন্দ্রকান্ত।
দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার সঞ্জয় সৈন জানিয়েছেন, ইনস্পেক্টর মহীপাল সিংহের নেতৃত্বে গত তিন মাস ধরে নিরলস ভাবে চন্দ্রকান্তের গতিবিধি সম্পর্কে জানার জন্য কাজ করা হচ্ছিল। কার সঙ্গে যোগাযোগ রাখছে, কোথায় কোথায় যাচ্ছে ইত্যাদি নজরদারি চালানো হচ্ছিল। শধু তা-ই নয়, চন্দ্রকান্তের পরিবার, পরিচিতদের উপরেও নজরদারি চলছিল। সেই সূত্র ধরেই শুক্রবার পুরাতন দিল্লি রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয় চন্দ্রকান্তকে।
বিহার এবং উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের বেছে বেছে তার শিকার বানাত চন্দ্রকান্ত। প্রথমে তাঁদের সঙ্গে বন্ধুত্ব করত। তাঁদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করত। তার পর তাঁদের খুন করে দেহ টুকরো করার পর দিল্লির বিভিন্ন প্রান্তে ফেলে দিয়ে আসত।