কোভিড রোগীদের জন্য বিছানার ব্যবস্থা।
করোনার দ্বিতীয় ঢেউয়ে হিমশিম খাওয়া থেকে কলকাতাকে বাঁচাতে এগিয়ে এলেন এই শহরের উদ্যোগপতিরা। কোভিড রোগীদের জন্য অতিরিক্ত বিছানার ব্যবস্থা থেকে শুরু করে অক্সিজেন এবং ওষুধের সরবরাহ যথাযথ রাখতে উদ্যোগী হলেন তাঁরা।
এই গোষ্ঠীর নাম ‘অন্ত্রপ্রেনর অব ক্যালকাটা’। ইতিমধ্যে তাঁরা চার্নক হাসপাতালে সঙ্গে জোট বেঁধে কৈখালির হজ হাউসের কাছে ২০০টি শয্যার ব্যবস্থা করেছেন। সল্ট লেকের টেকনো ইন্ডিয়ার ডামা হাসপাতালের সঙ্গে জোট বেঁধে ১০০টি বিছানার ব্যবস্থা করেছেন। তাঁদের উদ্যোগে খুব তাড়াতাড়ি সল্ট লেকের আনন্দলোক হাসপাতালে আরও ১৮টি শয্যার ব্যবস্থা হতে চলেছে।
এই পুরো উদ্যোগে তাঁদের পাশে দাঁড়িয়েছে দ্য রোটারি ক্লাব অব ক্যালকাটা ভিসনারিজ এবং দ্য কলকাতা। শুধু রোগীর জন্য শয্যাই নয়, অক্সিজেন এবং ওষুধের জোগানও যাতে ঠিকঠাক থাকে সে দিকেও নজর দিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁরা সিঙ্গাপুরের একটি বেসরকারি সংস্থা ও মহারাষ্ট্র চেম্বার অব কমার্সের সাহায্য নিয়ে ৫০টি বাইপ্যাপ ভেন্টিলেটর কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করছেন। জানা গিয়েছে, প্রথম দফাতেই ৫০টি মেশিন কলকাতাতে নিয়ে আসতে চলেছেন তাঁরা।
এই গোষ্ঠীর অন্যতম সদস্য তথা ওয়াও মোমোর সহ-প্রতিষ্ঠাতা সাগর দয়ানী বলেন, "আমরা প্রত্যেককে এগিয়ে আসার জন্য আবেদন জানাচ্ছি যাতে এই উদ্যোগকে সফল করা যায়। এমনকি, কলকাতার প্রত্যেক ব্যক্তি যদি ১০০ টাকা করেও দেন তাহলেও আমরা অনেকটা এগিয়ে যেতে পারব।"