Imran Khan

আন্দোলন থামাল পিটিআই

ইমরান-সমর্থকদের ইসলামাবাদ অভিযান ঘিরে গত কয়েক দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পাক রাজধানী শহর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ০৮:৫৯
Share:

দু’দিনে অন্তত সাড়ে চারশো পিটিআই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। —ফাইল চিত্র।

অবশেষে বিক্ষোভ-আন্দোলন বন্ধের সিদ্ধান্ত নিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরান-সমর্থকদের ইসলামাবাদ অভিযান ঘিরে গত কয়েক দিন রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পাক রাজধানী শহর। তাদের জেলবন্দি নেতা ইমরানের অবিলম্বে মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবন পর্যন্ত বিক্ষোভ-অভিযানের ডাক দিয়েছিল পিটিআই।

Advertisement

গোলমাল এড়াতে সম্প্রতি ইসলামাবাদে যে কোনও ধরনের জমায়েত বন্ধের নির্দেশ দেয় শাহবাজ় শরিফের জোট সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে দলে দলে পিটিআই সমর্থক ইসলামাবাদের উদ্দেশে রওনা হন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে মঙ্গলবার নিহত হয়েছেন ৬ পুলিশকর্মী। তার পরেই ইসলামাবাদ জুড়ে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ, চলে লাঠিচার্জও। পাক পুলিশই এক বিবৃতিতে বুধবার জানিয়েছে, গত দু’দিনে অন্তত সাড়ে চারশো পিটিআই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। আরও আন্দোলনকারীকে গ্রেফতারের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে তারা। এই পরিস্থিতিতে এ দিন অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইমরানের দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement