Coronavirus

রোগীর করোনা ধরা পড়ায় হোম কোয়রান্টিনে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা

সম্প্রতি তিনি এক রোগীকে দেখেছিলেন যিনি পরে করোনাভাইরাসে আক্রান্ত হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২০ ১৪:৩২
Share:

হোম কোয়রান্টিনে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা। —ফাইল চিত্র।

কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টাকে আপাততহোম কোয়রান্টিনে বা গৃহ পর্যবেক্ষণে থাকতে বলা হল। সম্প্রতি তিনি এক রোগীকে দেখেছিলেন। পরে সেই রোগী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য দফতরের তরফে তাঁকে গৃহ পর্যবেক্ষণে থাকতে বলা হয়। পুরসভা সূত্রে এমনই জানা গিয়েছে।

Advertisement

কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের মুখ্য উপদেষ্টা হিসেবে তিনি দীর্ঘদিন কর্মরত। শহরের নামী চিকিৎসকদের অন্যতম ওই স্বাস্থ্য উপদেষ্টা। গত ৪ এপ্রিল কলকাতার বৌবাজারের এক বাসিন্দা শারীরিক সমস্যা নিয়ে তাঁর চেম্বারে এসেছিলেন। ওই ব্যক্তি অন্য একজন চিকিৎসককে দেখাতেন। কিন্তু সেই চিকিৎসককে না পাওয়ায় চেস্ট রিপোর্ট নিয়ে কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা ওই চিকিৎসকের কাছে যান তিনি। নির্দিষ্ট দূরত্ব রেখেই ওই চিকিৎসক সংশ্লিষ্ট রোগীর রিপোর্ট দেখেছিলেন বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। পরে জানা যায়, ওই রোগীর লালারসের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। তার পরেই স্বাস্থ্য দফতর ওই উপদেষ্টাকে গৃহ পর্যবেক্ষণে থাকতে বলে।

পুরসভা সূত্রে জানা যাচ্ছে, তিনি কয়েক দিন আগেও পুরসভাতে এসেছিলেন। স্বাস্থ্য দফতরের ওই মুখ্য উপদেষ্টা ডেঙ্গি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। করোনাভাইরাসের মোকাবিলায় পুরসভার তরফে কী করণীয়, সে বিষয়েও তিনি পুর আধিকারিকদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও করেন। স্বাস্থ্য দফতর থেকে আপাতত তাঁকে ১৪ দিন গৃহ পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। যে রোগীর করোনা ধরা পড়েছে, তাঁর পরিবারকে আপাতত পাঠানো হয়েছে রাজারহাট কোয়রান্টিন সেন্টারে।

Advertisement

আরও পড়ুন: খুব বিপদে পড়া দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানো হবে: বিদেশমন্ত্রক​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement