প্রতীকী ছবি
ফের করোনার হানা কলকাতা পুরসভার কেন্দ্রীয় ভবনে। শনিবার একত্রে চারটি বিভাগের চার জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস কুমারের অফিসের এক কর্মী আক্রান্ত হয়েছেন। অন্য দিকে, পুরসভার রিপোর্টিং বিভাগ, ট্রেড লাইসেন্স এবং আইটি বিভাগের এক জন করে কর্মী আক্রান্ত হয়েছেন বলেই পুরসভা সূত্রে খবর। এ দিনই তাঁদের অফিসঘরগুলি জীবাণুমুক্ত করা হয়েছে।
কিছু দিন আগেই পুরসভার স্বাস্থ্য দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক-সহ জঞ্জাল অপসারণ দফতরের এক কর্মী করোনায় আক্রান্ত হন। কয়েক সপ্তাহ আগেই আক্রান্ত হয়েছিলেন পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ। পুর কর্তৃপক্ষের নির্দেশে পুরসভার সদর দফতরের যে বিভাগে কর্মীরা করোনা আক্রান্ত হচ্ছেন সেই জায়গা জীবাণুমুক্ত করা ছাড়াও তিন দিন বন্ধ রাখা হচ্ছে। পুরসভায় মাস্ক পরা বাধ্যতামূলক। মাপা হচ্ছে দেহের তাপমাত্রাও।