রাহুল গাঁধীকে ইডির তলবের প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় নিজস্ব চিত্র।
রাজধানীর বিক্ষোভের ছায়া কলকাতায়ও। রাহুল গাঁধীকে ইডির লাগাতার তিন দিন তলবের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
বুধবার কংগ্রেসের কর্মী-সমর্থকরা আয়কর ভবনের সামনে থেকে রাজভবন অভিযান শুরু করেন। তবে তাঁদের সেখানেই আটকে দেয় কলকাতা পুলিশ। কিছু ক্ষণ পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। কংগ্রেস কর্মীদের আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ।
দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির ‘প্রতিহিংসামূলক রাজনীতি’র প্রতিবাদে এ রাজ্যে বিক্ষোভ জারি রাখল কংগ্রেস। সনিয়া গাঁধী, রাহুল গাঁধীদের ইডি-কে দিয়ে তলব করে ‘হেনস্থা’র প্রতিবাদ জানাতে গিয়ে এ দিনও দিল্লিতে গ্রেফতার হয়েছেন লোকসভায় বিরোধী দলের নেতা ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী-সহ কংগ্রেসের বেশ কিছু শীর্ষ নেতা।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।