Calcutta High Court

Calcutta High Court: আনন্দ নগরী এখন বিক্ষোভের শহর! শিক্ষক অবস্থান নিয়ে ভর্ৎসনা হাই কোর্টের

শিক্ষক নিয়োগে দুর্নীতি, উচ্চ প্রাথমিকে শূন্যপদ বৃদ্ধি-সহ একাধিক ইস্যু নিয়ে অবস্থান বিক্ষোভের অনুমতি চান মামলাকারীরা। শুনানি হয় বুধবার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৩:৪৭
Share:

কী নিয়ে এমন বলল কলকাতা হাই কোর্ট? ফাইল চিত্র।

Advertisement

অবস্থান বিক্ষোভ কর্মসূচির অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে ভর্ৎসনার মুখে পড়লেন শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ করা আন্দোলনকারীরা। মামলাকারীদের সমালোচনা করে বিচারপতি শম্পা সরকারের মন্তব্য, ‘‘সিটি অফ জয়, সিটি অফ ডেমনস্ট্রেশন-এ রূপান্তরিত হতে পারে না।’’

উচ্চ প্রাথমিকে শূন্যপদ বৃদ্ধি, দুর্নীতি-সহ একাধিক বিষয়ে অবস্থান-বিক্ষোভ করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন কয়েক জন। কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না, এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন জনৈকা শম্পা বিশ্বাস-সহ ১৪২ জন।

Advertisement

বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি জানান, কারও অধিকার কেড়ে নিচ্ছি না। কিন্তু নতুন কোনও জায়গা নয়, শহরের একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান বিক্ষোভ করতে হবে। বিচারপতি সরকারের নির্দেশ, শহিদ মাতঙ্গিনীর মূর্তির পাদদেশে এই সংক্রান্ত বিষয়ে অবস্থান-বিক্ষোভ চলছে। সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভের অনুমতি দেওয়া হল। শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করতে হবে।

সেখানে রাজ্যের আইনজীবী রাজা সাহা জানান, আমরা কর্মসূচি পালন করতে বারণ করছি না। মামলাকারীরা যে জায়গাগুলো বেছে নিয়েছেন তাতে আপত্তি রয়েছে। কলকাতার অন্য জায়গায় একই বিষয় নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি চলছে। নতুন কোনও জায়গায় অনুমতি দেওয়া সম্ভব নয়।

তার পরই বিচারপতি সরকারের মন্তব্য, ‘‘একই বিষয়ে সর্বত্র অবস্থান-বিক্ষোভ করব, এটা ঠিক নয়। শূন্যপদ বৃদ্ধি এবং যত দিন না চাকরি হচ্ছে, বিক্ষোভ চলবে— এটা বলতে পারি না। তা ছাড়া এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারটি বিচারাধীন রয়েছে। কোথাও অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিক্ষোভ করব এটা ঠিক নয়।’’

মামলাকারীরা মেট্রো চ্যানেল, রানি রাসমণি অ্যাভিনিউ, শহিদ মিনার— যে কোনও একটি জায়গায় অবস্থান-বিক্ষোভের অনুমতি চেয়েছিলেন, তা খারিজ করে দেওয়া হয়। বিচারপতির মন্তব্য, ‘‘আনন্দ নগরী বিক্ষোভের শহরে পরিণত হতে পারে না।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement