রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। —ফাইল চিত্র।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা বুদ্ধদেবের
অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ১১ দিন ধরে সেখানেই চিকিৎসাধীন তিনি। ভেন্টিলেশনের পর তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়। সংক্রমণমুক্ত বুদ্ধদেবকে আজ হাসপাতাল থেকে ছাড়ার কথা। বাড়িতেও তাঁকে চিকিৎসকদের নজরদারিতে থাকতে হবে। সেই জন্য মঙ্গলবার পাম বুদ্ধদেবের অ্যাভিনিউয়ের ফ্ল্যাট জীবাণুমুক্ত করার পাশাপাশি, নতুন বাইপ্যাপ এবং কার্ডিয়াক মনিটরও বসানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘরে।
ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠানে ঝাড়গ্রাম স্টেডিয়ামে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, আন্তর্জাতিক আদিবাসী দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সমাজের গুণীজনদের সংবর্ধনা দেবেন তিনি। পাশাপাশি, একাধিক প্রকল্পের উদ্বোধনও করবেন। মঙ্গলবারই ঝাড়গ্রামে পৌঁছেছেন মমতা।
হকিতে ভারত-পাকিস্তান
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ভারত ইতিমধ্যেই শেষ চারে। পাকিস্তান ড্র করলেই শেষ চারে। হারলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। খেলা স্টার স্পোর্টসে রাত সাড়ে ৮টা থেকে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সংসদে অনাস্থা বিতর্ক
মঙ্গলবার বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক শুরুর পর সারা দিনই বাগ্যুদ্ধের সাক্ষী হয়েছে সংসদ। সরকার পক্ষ ও বিরোধীদের একের পর এক সাংসদের যুক্তি পাল্টাযুক্তিতে উত্তাল হয়। আজও চলবে বিতর্ক। নজর থাকবে সেদিকে।
প্রাথমিক শিক্ষকদের সিবিআই দফতরে হাজিরা
আজ বাঁকুড়ার সাত জন প্রাথমিক স্কুলশিক্ষককে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই। ওই সাত শিক্ষক ২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৭-য় নিয়োগপত্র পেয়েছিলেন বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
চন্দ্রযানের অগ্রগতি
চাঁদের কক্ষপথে প্রবেশের পর ইসরোর চন্দ্রযান-৩ ক্রমশ পৃথিবীর একমাত্র উপগ্রহের আরও কাছাকাছি এগিয়ে যাচ্ছে। ছবি এবং অন্য তথ্যও পাচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চন্দ্রযানের যাত্রাপথে নজর থাকবে।