সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ট্যাংরা। ছবি: নিজস্ব চিত্র।
এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি ট্যাংরায়। শুক্রবার সকাল থেকে দফায় দফায় গোলমালে জড়িয়ে পড়েন দু’পক্ষের কর্মী-সমর্থকেরা। একে অপরের দিকে ইট ছুঁড়তে শুরু করেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী।
ট্যাংরার মথুরবাবু লেনে একটি জমিতে বহুতল তৈরি নিয়ে সমস্যার সূত্রপাত। এ ছাড়া ওই এলাকায় সিন্ডিকেটের নিয়ন্ত্রণ কার দখলে থাকবে, তা নিয়েও দু’পক্ষের মধ্যে গোলমাল বাঁধছে কিছু দিন ধরেই। বিজেপির অভিযোগ, ‘কাটমানি’ নিয়ে একটি খেলার মাঠে বহুতল তৈরি করে স্থানীয়দের জায়গা করতে দিচ্ছেন তৃণমূল নেতারা। এ নিয়ে কলকাতা পুরসভায় অভিযোগ করেছেন বলেও দাবি বিজেপি সমর্থকদের। কিন্তু তার পরেও তৃণমূল নেতা জীবন সাহার অনুগামীরা জোর করে এই বেআইনি কারবার চালাচ্ছেন বলে অভিযোগ।
মধ্যরাতে টালিগঞ্জ থেকে গাঁজা-সহ গ্রেফতার শিলাজিতের ছেলে
হুঁশ ফিরছে না, রাতের শহরে ধৃত ৮৭০ জন হেলমেটহীন বাইক আরোহী
যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের অভিযোগ, এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করছে বিজেপি। গোলমাল পাকানোর চেষ্টা চলছে। তারই প্রতিবাদ করায় এলাকার বিজেপি কর্মীরা তাঁদের উপর চড়াও হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এন্টালি এবং নারকেলডাঙা থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিকেলের দিকে ফের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এই ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে আটক করা হয়েছে।