প্রতীকী ছবি।
মায়ের হাত ছাড়িয়ে রাস্তা পেরোতে গিয়েছিল ছোট মেয়েটি। তখনই দ্রুত গতিতে আসা গাড়ি ধাক্কা মারে শিশুটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মারিয়া খাতুন (৬) নামে ওই শিশুর। সোমবার ওই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গা থানার চৌরাশির মাটিকুমড়ো এলাকা। রাস্তায় মৃতদেহ রেখে চলে অবরোধ। পরিস্থিতি সামলাতে এসে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। ভাঙচুর করা হয় গাড়িটিও। পরে পুলিশ চালককে গ্রেফতার করে মৃতদেহ ময়না-তদন্তে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন মায়ের সঙ্গে গোলাবাড়ি এলাকায় মামার বাড়ি থেকে ফিরছিল মারিয়া। মাটিকুমড়োয় বাড়ির সামনে এসে অটো থেকে নামে তারা। মারিয়ার মা এ দিন জানান, অটো থেকে নেমে চালককে তিনি ভাড়া দিচ্ছিলেন। তখন হঠাৎ মায়ের হাত ছাড়িয়ে রাস্তা পেরোতে ছুট দেয় মেয়ে। সেই সময়েই বেড়াচাঁপা-পৃথীবা রোড ধরে আসছিল একটি ছোট ট্রাক। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে আসা ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মারিয়া। তাকে বেড়াচাঁপার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, আগেই মৃত্যু হয়েছে মারিয়ার। ঘটনার পরেই ট্রাকটিকে আটকে দেন স্থানীয়েরা। ওই রাস্তায় বেপরোয়া ভাবে যান চলাচলের প্রতিবাদে দেহ নিয়ে রাস্তা অবরোধ হয়।