Slum

শৌচালয় ব্যবহার নিয়ে গোলমাল, হাসপাতালে মৃত ১

পুলিশ সূত্রের খবর, গত ৩১ মে বিকেলে কসবা রাজডাঙার ওই বস্তিতে শৌচাগার ব্যবহার করা নিয়ে গোলমালের সূত্রপাত।

Advertisement

নিজস্ব সংবাদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০৬:২৬
Share:

প্রতীকী ছবি

বস্তির শৌচালয় ব্যবহার নিয়ে দুই পরিবারের মধ্যে গোলমালের জেরে জখম হয়েছিলেন বেশ কয়েক জন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করেছিল। বৃহস্পতিবার আহতদের মধ্যে এক জনের মৃত্যু হল হাসপাতালে। কসবা থানা এলাকার রাজডাঙা মেন রোডের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, গত ৩১ মে বিকেলে কসবা রাজডাঙার ওই বস্তিতে শৌচাগার ব্যবহার করা নিয়ে গোলমালের সূত্রপাত। প্রথমে দু’টি পরিবারের মধ্যে বচসা, কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায়। ওই বস্তির বাসিন্দা, ষাটোর্ধ্ব ভূপতি হালদার, তাঁর স্ত্রী শিপ্রা ও দুই ছেলে পুলিশের কাছে অভিযোগে জানান যে, কয়েক জন প্রতিবেশী তাঁদের উপরে বাঁশ নিয়ে চড়াও হয়। গণেশ বসু নামে আর এক বস্তিবাসী পাল্টা অভিযোগে জানান যে, হালদার পরিবারের সদস্যেরা তাঁকে এবং তাঁর পরিবারের অন্য সদস্যদের বাঁশ ও ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করেছে।

দু’টি পরিবারের একাধিক সদস্য ওই দিনের ঘটনায় জখম হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দু’জনকে ভর্তি করা হয় যাদবপুরের একটি নার্সিংহোমে। সেখানেই এ দিন সকালে গণেশের জামাইবাবু মনোজিৎ মণ্ডল মারা যান। এর পরেই তাঁর পরিবারের লোকজন নতুন করে পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ দিন রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement