Accident

বেহালায় অ্যাপ বাইকে ধাক্কা সিমেন্ট মিক্সিং লরির, দুর্ঘটনায় মৃত্যু আরোহী তরুণীর

শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনা হয়। অ্যাপ বাইকে ধাক্কা মারে লরিটি। বাইক থেকে পড়ে যান তরুণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১১:১৬
Share:

বাইকে ধাক্কা সিমেন্ট মিক্সিং লরির। দুর্ঘটনায় মৃত্যু আরোহী তরুণীর। ছবি: প্রতীকী

অ্যাপ বাইকে চেপে অফিসে যাচ্ছিলেন তরুণী। বাইকে ধাক্কা সিমেন্ট মিক্সিং লরির। দুর্ঘটনায় মৃত্যু আরোহী তরুণীর। বেহালার এসএন রায় রোডে এই দুর্ঘটনা।

Advertisement

শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনা হয়। অ্যাপ বাইকে ধাক্কা মারে লরিটি। বাইক থেকে পড়ে যান তরুণী। তাঁকে বিদ্যাসাগর এসজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকের মৃত ঘোষণা করেন। মৃতের নাম মৌলি অধিকারী। বয়স ২৩ বছর। থাকতেন বেহালার পাঠকপাড়ায়। আদতে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। কলকাতায় কেপিসি মেডিক্যাল কলেজে নার্সিংয়ের ক্লিনিকাল টিউটর ছিলেন মৌলি।

প্রত্যক্ষদর্শী টুটু ভট্টাচার্য জানালেন, এসএন রায় রোডে সংঘর্ষ হয় ওই লরি এবং বাইকের। গুরুতর জখম বাইক চালকও। হাতে, পায়ে চোট লেগেছে বলে জানিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement