Call Centre

কল সেন্টার খুলে প্রতারণা, ধৃত সাত

ত্রের খবর, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকা এবং তথ্যপ্রযুক্তি শিল্পতালুকে বাড়ি ভাড়া নিয়ে এমন অসংখ্য ভুয়ো সংস্থা চলছে, যা বোঝা মুশকিল। সে ক্ষেত্রে পুলিশের কড়া নজরদারির প্রয়োজন বলেই জানাচ্ছেন প্রতারিতেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০২:৩৮
Share:

প্রতীকী চিত্র।

ভুয়ো কল সেন্টার খুলে চলছিল প্রতারণা। মোবাইল টাওয়ার বসানোর নামে বহু মানুষকে প্রতারিত করার অভিযোগে সেখানে হানা দিয়ে গ্রেফতার করা হল সাত জনকে। মঙ্গলবার বিধাননগর পুলিশ কমিশনারেটের লেক টাউন থানা এলাকার দক্ষিণদাঁড়ির ওই অফিসে অভিযান চালিয়ে ৪০টি মোবাইল ও ল্যান্ড ফোন, সিম কার্ড এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।পুলিশ সূত্রের খবর, অভিযানের সময়ে তখন একাধিক ব্যক্তি অফিসে কাজ করছিলেন। অভিযোগ, টাওয়ার বসানোর নামে এককালীন টাকা, জমির ভাড়ার টাকা ও চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল। সেই ফাঁদে পা দিয়ে অনেকে যোগাযোগ করলে তাঁদের থেকে নানা অছিলায় টাকাও নেওয়া হচ্ছিল।

Advertisement

সূত্রের খবর, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকা এবং তথ্যপ্রযুক্তি শিল্পতালুকে বাড়ি ভাড়া নিয়ে এমন অসংখ্য ভুয়ো সংস্থা চলছে, যা বোঝা মুশকিল। সে ক্ষেত্রে পুলিশের কড়া নজরদারির প্রয়োজন বলেই জানাচ্ছেন প্রতারিতেরা। পুলিশের বক্তব্য, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের কাছে পুলিশের আবেদন, মোবাইলে কোনও ফোন বা মেসেজ এলে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করার আগে বিশদে খবর নিন। কারণ, এই ধরনের প্রতারণার ক্ষেত্রে বড় চক্র কাজ করে। এ দিনের দক্ষিণদাঁড়ির ঘটনাতেও ধৃত শুধু সাত জন নয়, নেপথ্যে আরও অনেকে আছে বলে মনে করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement