Jyotipriya Mallick

বালুর ঘর থেকে খুলতে হবে সিসিটিভি, কারা ঢুকছেন? নজর রাখবে সিআরপিএফ, নির্দেশ দিল হাই কোর্ট

জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে এসএসকেএম হাসপাতালের যে ঘরে ভর্তি সেখানে সিসিটিভি নজরদারি রয়েছে। মক্কেলের গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হচ্ছে দাবি করে আদালতে যান প্রাক্তন মন্ত্রীর আইনজীবী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ১৫:০৭
Share:

জ্যোতিপ্রিয় মল্লিক। — ফাইল ছবি।

এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের রুমের বাইরে সিআরপিএফ কমান্ড্যান্ট মোতায়েন রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, প্রাক্তন খাদ্যমন্ত্রীর নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনী কারা ঢুকছেন বেরোচ্ছেন তা নজর রাখবে। রেজিস্টার খাতা ব্যবহার করতে হবে। প্রাক্তন মন্ত্রীর ঘরে যে সিসিটিভি লাগানো রয়েছে তা খুলে ফেলারও নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষকে দিয়েছে আদালত।

Advertisement

এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁর উপর নজরদারি বজায় রাখতে হাসপাতাল কক্ষে সিসি ক্যামেরা বসিয়েছে ইডি। নিম্ন আদালতের নির্দেশে সিসিটিভি ফুটেজের লিঙ্ক ইডিকে দেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তিগত গোপনীয়তা খর্ব হচ্ছে, এই অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন জ্যোতিপ্রিয়। তাঁর আইনজীবীর বক্তব্য ছিল, তদন্তের স্বার্থে সিসি ক্যামেরার নজরদারি কেন? এর ফলে তাঁর মক্কেলের গোপনীয়তার অধিকার খর্ব হচ্ছে।

এই প্রেক্ষিতেই শুক্রবার বিচারপতি ঘোষের নির্দেশ, রুমের ভিতরে কোনও সিসিটিভি রাখা যাবে না। তবে, রুমের বাইরে কোনও সিসিটিভি আগে থেকেই লাগানো থাকলে তদন্তের স্বার্থে ওই ফুটেজ দেখতে পারবেন ইডির তদন্তকারী অফিসার। সিসিটিভির বদলে প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা দেখভাল করবেন সিআরপিএফ জওয়ানরা। সমস্ত গতিবিধি নথিভুক্ত করতে হবে রেজিস্টার খাতায়। আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, প্রাক্তন মন্ত্রীর ঘরে যে সিসিটিভি লাগানো রয়েছে, তা খুলে নিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement