ফাইল চিত্র।
হলদিয়া বন্দরে তোলাবাজির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার ওই মামলার শুনানির গ্রেফতার হওয়া অভিযুক্ত রাজীব পালকেও জামিন দিল উচ্চ আদালত। প্রসঙ্গত, ওই এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেই পরিচিত রাজীব।
বন্দর এলাকা থেকে যে সামগ্রী ট্রাকে করে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়, ওই ট্রাক থেকে বন্দর শ্রমিক ভবনের স্লিপ দিয়ে অন্তত ৫০০ টাকা করে তোলা নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শ্যামল আদক ও রাজীবকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ উঠেছিল, শ্যামলই তোলাবাজি চক্র চালাতেন। এর পরেই হাই কোর্টের দ্বারস্থ হন রাজীব।
সোমবার ওই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে আদালতের নির্দেশ, এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত নথি শীঘ্রই সিবিআই-এর হাতে তুলে দিতে হবে পুলিশকে। সেই সঙ্গে রাজীবকেও অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে।