পূর্ব কলকাতা জলাভূমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ বার বারই ওঠে।
পূর্ব কলকাতা জলাভূমির একাংশে অবৈধ নির্মাণের অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সম্প্রতি একটি জনস্বার্থ মামলায় হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগণনম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষের চিফ টেকনিক্যাল অফিসার মামলাকারীর অভিযোগ ১২ সপ্তাহের মধ্যে খতিয়ে দেখবেন এবং অবৈধ নির্মাণকারীদের নোটিস পাঠিয়ে আইনানুগ পদক্ষেপ করবেন। পূর্ব কলকাতা জলাভূমি সংক্রান্ত যে আইন আছে, সেই অনুযায়ী অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে, এ কথাও নির্দেশে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি।
আদালতের খবর, রোহিত মণ্ডল নামে এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করে বলেছিলেন যে, পূর্ব কলকাতার একটি নির্দিষ্ট অংশে অবৈধ নির্মাণ হয়েছে। ২০১৯ সালে এ ব্যাপারে জলাভূমি কর্তৃপক্ষ এফআইআর রুজু করেছিলেন এবং সে ব্যাপারে পুলিশ তদন্ত করে চার্জশিটও দিয়েছে। কিন্তু ওই নির্মাণ ভাঙা হয়নি। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এ ব্যাপারে কোর্ট এখনই সরাসরি হস্তক্ষেপ করবে না। বরং এ ক্ষেত্রে জলাভূমি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়াই যথেষ্ট।
প্রসঙ্গত, পূর্ব কলকাতা জলাভূমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ বার বারই ওঠে। এর আগে অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে পুলিশ এবং জলাভূমি কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আদালত একাধিক বার কড়া সমালোচনাও করেছে।