Kolkata Doctors Rape-Murder Case

মেলেনি পুলিশের অনুমতি, মমতার হাঁটা পথে মিছিল করতে চেয়ে হাই কোর্টে বিজেপি নেতা

সোমবার মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের কাছে মামলা করার অনুমতি চান। বক্তব্য শোনার পর মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ১২:৪৪
Share:

মিছিলের অনুমতি চেয়ে হাই কোর্টে মামলা দায়ের। — ফাইল চিত্র।

আরজি করের মহিলা চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে মিছিল করতে চেয়ে এ বার কলকাতা হাই কোর্টে আবেদন করলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। তাঁর অভিযোগ, পুলিশের কাছে অনুমতি চেয়েও মেলেনি। তাই বাধ্য হয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। উল্লেখ্য, দিন কয়েক আগে এই একই রুটে প্রতিবাদ মিছিলে হেঁটেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সোমবার মামলাকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের কাছে মামলা করার অনুমতি চান। তাঁর আবেদন, আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া হোক। পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু আবেদন জানিয়েও অনুমতি মিলছে না বলে দাবি করেন তিনি। বক্তব্য শোনার পর বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা করার অনুমতি দিয়েছেন। মঙ্গলবার শুনানির সম্ভাবনা।

আরজি কর-কাণ্ডে উত্তাল গোটা দেশ। দিকে দিকে চলছে বিক্ষোভ, প্রতিবাদ, ধর্না, মিছিল। সকলের একটাই দাবি, ‘বিচার চাই’। আরজি কর মেডিক্যাল কলেজ তো বটেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও আন্দোলনে যোগ দিচ্ছেন। প্রায়ই কলকাতার রাস্তায় মিছিল বার করছেন প্রতিবাদীরা। একাধিক ক্ষেত্রে বিক্ষোভকারীদের পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটছে।

Advertisement

প্রতিবাদে পথে নেমেছে রাজনৈতিক দলগুলিও। বিরোধীরা আরজি কর-কাণ্ডে বাংলার শাসক দল তৃণমূলকেই কাঠগড়ায় তুলছে। পাল্টা বিজেপি, সিপিএম, কংগ্রেসকে একজোটে আক্রমণ করছে তৃণমূল। আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নেমেছে তারা। প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৬ অগস্ট মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন মমতা। এ বার সেই পথেই প্রতিবাদ মিছিল করার অনুমতি চেয়ে হাইকোর্টে গেলেন বিজেপি নেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement